কলেজ পরিচিতি
চৌধুরীহাট ডিগ্রি কলেজ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ । ১৯৯৮ সালের ১২ সেপ্টেম্বর তারিখে অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব সামছুল আলমের বসুরহাটস্থ’ ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনুষ্ঠিত এক বৈঠকে চরপার্বতীর কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আমানত উল্যাহ্ (জেলা রেজিস্ট্রার) অত্র এলাকার হত-দরিদ্র পরিবারের সন্তানদের দূর-দূরান্তে গিয়ে পড়াশুনার কষ্ট লাঘবের মানসে চরপার্বতীর প্রাণকেন্দ্র চৌধুরীহাটে একটি কলেজ স্থাপন করার প্রস্তাব করলে তাঁর প্রস্তাবে সমর্থন জানিয়ে আমেরিকা প্রবাসী জনাব মফিজুর রহমান আর্থিক সহযোগিতা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাঁর মহতী আহবানে সাড়া দিয়ে স্থানীয় সমাজসেবক, বিদ্যোৎসাহী এবং আপামর জনসাধারণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি-বর্গের উৎসাহ অনুপ্রেরণা ও সকলের আর্থিক ত্যাগের বিনিময়ে ১৯৯৮ ইং সালে প্রতিষ্ঠা লাভ করে চৌধুরীহাট কলেজ। যে সকল মহৎ হৃদয়বান শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের অবদানে আজকের চৌধুরীহাট ডিগ্রি কলেজ একটি পরিণত ডিগ্রি কলেজে রুপান্তরিত হয়েছে তাঁদের মধ্যে জনাব আমানত উল্যাহ্, জনাব মোহাম্মদ ইয়াকুব, জনাব সামছুল আলম, জনাব মফিজুর রহমান, জনাব ডাঃ বেলায়েত হোসেন, জনাব ছেলামত উল্যাহ, জনাব ইঞ্জিনিয়ার আবুল কালাম ও জনাব আবদুর রব (কালা মিয়া) অন্যতম। প্রতিষ্ঠা পরবর্তী অত্র এলাকার কৃতি সন্তান তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব ব্যারিস্টার মওদুদ আহাম্মেদ এমপি মহোদয়ের সহযোগিতায় ২০০২ ইং সালে কলেজের এমপিওভুক্তকরণ ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়।এরই ধারাবাহিকতায় ২০১৪ ইং সালে কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত হয়। পরবর্তীতে অত্র এলাকার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়ের সহযোগিতায় অত্র কলেজের আই.সি.টি ভবন সহ অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়।
প্রতিষ্ঠার পর
থেকে কলেজটি চরপার্বতীর সর্বোচ্চ বিদ্যাপীঠ
হিসেবে শিক্ষার প্রদীপ জ্বেলে আলোকিত করছে
এই জনপদকে । প্রতিষ্ঠালগ্নে কলেজ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেন কলেজের
প্রতিষ্ঠাতা জনাব আমানত উল্যাহ্। অধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব এস.এম. আবু
ছায়েদ। বর্তমানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ
শেখ সাদী।